এই কোণটা কখনও হয়ে যায় রিডিং রুম।
কখনও অফিস। কখনও হয়ে
ওঠে পার্সোনাল থিয়েটার।এই কোণে
কাটানো মুহূর্তগুলো
একান্তই আপনার।


ধোঁয়া ওঠা দুটো কফির কাপ এই
টেবিলে বসে গল্প করে। প্রতিদিনের সুখ দুঃখ ভাগ
করে।দূর থেকে ভেসে আসা প্রিয় গানের সুরে মুহূর্তটা
আরও সুন্দর হয়ে ওঠে।

রোদেলা দুপুরে এই চেয়ারে কারোর সময় কাটে
আদরে।আবার কারোর বিকেল কাটে একান্তই অবসরে


গল্প আড্ডার অবসরে মুহূর্তগুলো উঠবে জমে
সময়টুকু নিজের করে দিনটা কাটুক আলাপনে।

একটা ঘুম ভাঙা সকাল অথবা ক্লান্ত বিকেলে
নিজেকে লুকাই প্রিয় চাদরে, স্নেহের আদরে!

খোলা জানালা’র দক্ষিণা বাতাসে
এক চিলতে রোদের আবেশে
সময়টা কাটুক খুব আয়েশে।

Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Iusto, repellat perspiciatis ab, aliquam, suscipit incidunt blanditiis maiores sequi eveniet laudantium quae! Tenetur, neque quia? Totam culpa saepe eaque iure veniam!